জাতীয়

রাজীব হত্যা মামলার অভিযোগ গঠন

ব্লগার ও শাহবাগ আন্দোলনের অন্যতম উদ্যোক্তা রাজীব হায়দার শোভন হত্যা মামলায় আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ ছাড়া মামলার সাক্ষগ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেন আদালত।বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আতালতের বিচারক রুহুল আমিন এ অভিযোগ গঠন ও দিন ধার্য করেন। এর আগে ৮ মার্চ আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহম্মেদ অভিযোগ গঠনের ওপর শুনানি করেন। আদালত শুনানির আদেশের জন্য এ দিন ধার্য করেন।মামলার আসামিরা হলেন ফয়সাল বিন নাইম ওরফে দিপু (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসানুর রেজা রুম্মান (২৩), মো. নাঈম সিকদার ওরফে ইরাদ (১৯), নাফির ইমতিয়াজ (২২), সাদমান ইয়াছির মাহমুদ (২০), মুফতি জসীম উদ্দিন রাহমানী ও রেদোয়ানুল আজাদ রানা (৩০)।২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে মিরপরের পল্লবীতে দুর্বৃত্তদের হাতে নিহত হন রাজীব হায়দার শোভন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ সিএমএম আদালতে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।বিএ/আরআইপি

Advertisement