একের পর এক বিমান দুর্ঘটনার পর এবার মালয়েশিয়ান এয়ারলাইন্সে যুক্ত হচ্ছে নতুন এক পালক। "ফ্লাইমজো" নামের নতুন বিমান শীঘ্রই দেশটির আকাশে উড়বে। কানাডিয়ান বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোম্বারডিয়ারের কাছ থেকে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে ২০টি বিমান কিনছে মালয়েশিয়া। ১৫০ আসনের এই বিমানগুলো অভ্যান্তরীণ পথেই চলবে। সাভা থেকে সারওয়াক শহরে চলাচল করবে বিমানগুলি। ফ্লাইমজো এয়ারলাইন্সের চেয়ারম্যান এলাইস অনর আব্দুল বলেন, আমাদের লক্ষ্য হলো বিমান যাত্রাকে অপেক্ষাকৃত নিরাপদ ও সুন্দর করা। গত এক বছরে স্মরণকালের সেরা বিমান দুর্ঘটনা ঘটে মালয়েশিয়ান এয়ারলাইন্সে। গত বছর ডিসেম্বরে ১৬২ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার একটি বিমান জাভা সমুদ্রে বিধ্বস্ত হয়। এর আগে জুলাই মাসে ইউক্রেনে ২৯৮ জন যাত্রী নিয়ে একটি বিমান ধ্বংস হয়। গত বছরের মার্চ মাসে ২৩৯ জন যাত্রীসহ ভারত মহাসাগরে একটি বিমান বিধ্বস্ত হয়। মালয়েশিয়ান বিমান নিয়ে তাই সারা বিশ্বের বিমান যাত্রীদের আতঙ্ক রয়েছে। আর এই সময়ে দেশটি নতুন বিমান সংযোজন করছে তাদের বিমান বহরে। এমজেড/এআরএস/এমএস
Advertisement