আন্তর্জাতিক

রাজনীতিকদের নিয়ে ঠাট্টা করলেই শাস্তি

এখন থেকে রাজনৈতিক নেতাদের নিয়ে ঠাট্টা করতে পারবে না ভারতের রেডিও জকিরা। এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাভেদকর।সমাজবাদী পার্টির সংসদ সদস্য ও বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বৃহস্পতিবার রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন। তিনি রাজনৈতিক নেতাদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা রেডিও জকিদের কঠোর শাস্তির মুখোমুখি করার দাবি জানান।জয়া বলেন, ‘কিছু এফএম স্টেশনে রেডিও জকিরা রাজনৈতিক নেতাদের নিয়ে যে ভাষা ব্যবহার করেন তা খুবই আপত্তিকর। তারা সংসদের খবরও রেডিওতে মিমিক্রি (নকল) করে পরিবেশন করেন। আমি চাই সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক।’এ প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।’ তিনি আরও বলেন, ‘জকিরা দ্ব্যর্থবোধক কিছু শব্দের আড়ালে আপত্তিকর শব্দও অনুষ্ঠানে ব্যবহার করেন যার অভিযোগ ইতোমধ্যেই মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Advertisement