হোয়াইট হাউজে পাঠানো একটি চিঠির খামে সায়ানাইড মাখা রয়েছে বলে পরীক্ষায় ধরা পড়েছে। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে হোয়াইট হাউজ ও মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত নিরাপত্তায় নিয়োজিত বিশেষ বাহিনী মার্কিন সিক্রেট সার্ভিস।হোয়াইট হাউজের বাইরে একটি চিঠি বাছাই ও পরীক্ষা করার কেন্দ্রে এ খাম পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আরো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য সায়ানাইড মাখা চিঠিটিকে অন্য আরেক কেন্দ্রে পাঠানোর কথাও এতে জানানো হয়।অবশ্য, প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে চিঠিটি লেখা হয়েছিল কিনা বা কিসের ভিত্তিতে এ চিঠিকে সন্দেহ করে প্রথম পরীক্ষা চালানো হয়েছিল সে সব বিষয়ে কিছুই জানায় নি মার্কিন সিক্রেট সার্ভিস।বিবৃতিতে বলা হয়, এ বিষয় তদন্ত চলছে এবং জানানোর মতো অতিরিক্ত কোনো তথ্য সিক্রেট সার্ভিসের নেই।আমেরিকায় ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর কয়েক দফা অ্যানথ্রাক্সমাখা চিঠি হোয়াইট হাউজসহ মার্কিন কংগ্রেস সদস্যদের কাছে পাঠানো হয়েছে।সেই থেকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি মাথায় রেখে হোয়াইট হাউজের চিঠি বাইরে দূরবর্তী একটি এলাকায় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।এআরএস/এমএস
Advertisement