খেলাধুলা

শ্রীলঙ্কার সংগ্রহ অর্ধশত রান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে অর্ধশত রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে লংকানদের সংগ্রহ ৫৮ রান। লাহিরু  থিরিমান্নে ৩৫ আর সাঙ্গাকারা ১১ রান নিয়ে ব্যাট করছে। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার কুশল সিলভা আর দিলশানের উইকেট হারিয়ে বিপদে পড়ে লংকানরা। কুশাল পেরেরা ৩ আর দিলশান ০ রান করে আউট হন। বিশ্বকাপের নক-আউট পর্বে প্রথম জয় তুলে নিয়ে ‘চোকার্স’ অপবাদ ঘোচাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার সামনে বিশ্বকাপে টানা চতুর্থবারের মতো সেমিফাইনালে ওঠার হাতছানি। দুই দলের সেরা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আর এবি ডি ভিলিয়ার্স আছেন দারুণ ফর্মে। ডেল স্টেইন-মর্নে মরকেলের সঙ্গে লাসিথ মালিঙ্গার বলের লড়াইও আকর্ষণীয় হওয়ার কথা। সব মিলিয়ে বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল জমজমাট হওয়ারই কথা।শ্রীলঙ্কা একাদশ: অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাহিরু থিরিমান্নে, তিলকারত্নে দিলশান, মাহেলা জয়াবর্ধনে, থারিন্ডু কুশাল, কুমার সাঙ্গাকারা, কুশাল পেরেরা, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, দুষ্মন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইনটন ডি কক, ফাফ ডু প্লেসি, রিলি রুশো, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেল স্টেইন, কাইল অ্যাবট, মর্নে মরকেল, ইমরান তাহির এমআর/এমএস

Advertisement