দেশজুড়ে

রামপাল ইস্যুতে বেরোবিতে প্রতীকী গণভোট

সুন্দরবন বাঁচাতে বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘সুন্দরবন না রামপাল’ ইস্যুতে প্রতীকী গণভোট শুরু হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে রোববার বেলা ১১ টায় ক্যাম্পাসের দেবদারু প্রাঙ্গণে  প্রতীকী গণভোটের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় সদস্য ও  জেলা সভাপতি আহসানুল আরেফিন তিতু। উদ্বোধনের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সুন্দরবন জনগণের সম্পদ। এখানে বিদ্যুকেন্দ্র করা বা না করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া আমাদের অধিকার। সরকারের একতরফা সিদ্ধান্তের কারণে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন ও দেশের ফুসফুস ধ্বংস হতে পারে না। সুন্দরবন বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ইতোমধ্যে আন্দোলনের মধ্য দিয়ে শুধু দেশের অভ্যন্তরে নয় বিশ্বব্যাপী মানুষ সুন্দরবনের পক্ষে দাঁড়িয়েছে।  এ সময় নেতৃবৃন্দ তেল গ্যাস- গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আগামী ২৬ জানুয়ারি হরতাল সফল করার আহ্বান জানান। ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় জেলা সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত গণভোট গ্রহণ চলবে।জিতু কবীর/এএম/জেআইএম

Advertisement