আন্তর্জাতিক

লিবিয়ায় আটক ২০ স্বাস্থ্যকর্মীকে ছেড়ে দিয়েছে আইএস

গত সোমবার লিবিয়ার সির্ত থেকে অপহৃত ২০ জন বিদেশী স্বাস্থ্যকর্মীকে ছেড়ে দিয়েছে আইএস। অপহরণের একদিন পর মঙ্গলবার তাদের ছেড়ে দেয়া হয়।গত সোমবার ৩০ জন বন্দুকধারী সিরতের ইবনে সিনা হাসপাতালে হামলা চালায়। এ সময় ত্রিপোলিতে যাওয়ার জন্য অপেক্ষারত ২০ জন স্বাস্থ্যকর্মীকে অপহরন করে আইএস। অপহরণের একদিন পরই তাদের ছেড়ে দেয় আইএস। অপহৃতদের বেশির ভাগই ফিলিপাইনের নাগরিক।এছাড়া ইউক্রেন, ভারত এবং সাইবেরিয়ারও কয়েকজন নাগরিক অপহৃতদের দলে রয়েছেন। এই ঘটনার মাত্র কয়েকদিন আগেই আল-ঘানি তেল খনিতে অপহরণের ঘটনা ঘটে।এআরএস/এমএস

Advertisement