খেলাধুলা

আশা জাগিয়ে সৌম্য-সাব্বিরের বিদায়

লক্ষ্য ১৯৫ রানের বিশাল পাহাড়। তবে এ লক্ষ্যই দারুণ ভাবে তাড়া করছিলেন সৌম্য সরকার। ঝড়ো ব্যাটিং চালিয়ে দারুণ সূচনা এনে দিয়েছিলেন বাংলাদেশের জন্য। তবে নবম ওভারে ইশ সোধির বলে স্লগ সুইপ করতে গিয়ে কানায় লেগে আকাশে উঠে গেলে বোলারের হাতে তালুবন্দি হয়েই ফিরে আসেন তিনি।তবে আউট হওয়ার আগে ৪২ রানের ইনিংস খেলেন সৌম্য। ২৮ বলে ৬টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এদিকে সৌম্যর বিদায়ের পর বেশি সময় উইকেটে থাকতে পারেননি সাব্বির। ব্যক্তিগত ১৮ রানে কেন উইলিয়ামসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান টাইগারদের টি-টোয়েন্টি স্পেশালিষ্ট এই ব্যাটসম্যান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ১০১ রান। ১১ রানে অপরাজিত আছেন সাকিব। আর নতুন ব্যাটসম্যান হিসেবে মুহমুদউল্লাহ আছেন উইকেটে আছেন ১ রানে।এর আগে বাংলাদেশের হয়ে দারুণ সূচনা করেছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ওপেনিংয়ে ৪৪ রানের দারুণ জুটি উপহার দেন তারা। এরপর পঞ্চম ওভারে চতুর্থ বলে বিদায় নেন তামিম। এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন তিনি। তবে ব্যাটে বল ঠিকভাবে সংযোগ না হওয়ায় টপ এজে লেগে হাওয়ায় ভাসানো বল মিডউইকেটে দাঁড়ানো গ্র্যান্ডহোম কয়েক পা এগিয়ে সহজেই তালুবন্দি করেন।নিউজিল্যান্ড তাদের ইনিংসে কোরি অ্যান্ডারসন ও অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে ভর করে ১৯৪ রানের পাহাড় গড়ে। তবে এদিন শুরুটা দারুণ করেছিল টাইগাররা। ৪৩ রানেই ফিরিয়ে দিয়েছিলেন প্রথম সারির তিন ব্যাটসম্যান। তবে চতুর্থ উইকেটে ১২৪ রানের দারুণ জুটিতে উল্টো বাংলাদেশকে চাপে ফেলে দেয় তারা।দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন অ্যান্ডারসন। শুরু থেকেই ঝড় তোলা এ ব্যাটসম্যান এ রান করতে বল খেলেন মাত্র ৪০টি। এদিন টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১০টি ছক্কা মারার রেকর্ড গড়ার পাশাপাশি ২টি চারও হাঁকান এ ব্যাটসম্যান। আর ৫৭ বলে ৬০ রান করেন উইলিয়ামসন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।আরটি/এমআর/এমএস

Advertisement