দেশজুড়ে

গাজীপুরে প্রাইভেট কারে ট্রেনের ধাক্কায় নিহত ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান নামক স্থানে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে।রোববার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-রাজশাহী রেল রুটের গোয়ালবাথান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-রাজশাহী-কলকাতা রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।নিহতরা হলেন, গোয়ালবাথান গ্রামের রিপনের প্রাইভেট কারে করে তার স্ত্রী নুশরাত জাহান লাকি আক্তার (৩৬) ও তার মেয়ে রুবাইদা নুশরাত রিভা (৬), রিপনের চাচাত ভাই বিদ্যুতের স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তার ছেলে তহসিন আহমেদ তালহা (৫) এবং রিপনের গাড়িচালক মিনহাজ উদ্দিন (৪৫)।কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া সংবাদটি নিশ্চিত করে বলেন, অরক্ষিত রেলক্রসিং দিয়ে প্রাইভেট কারটি রেলসড়ক পারাপার হচ্ছিল। এসময় কলিকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে প্রাইভেটকারটি বহুদূরে ছিটকে পড়ে চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে কারে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, সকালে দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী-কলকাতা রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। মৈত্রী এক্সপ্রেসের একটি বগি লাইচ্যুত হয়েছে। বগি উদ্ধারের চেষ্টা চলছে।দুর্ঘটনার পর ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও চাপাই এক্সপ্রেস এবং উত্তরবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনসহ কয়েকটি ট্রেন আশেপাশের স্টেশনগুলোতে যাত্রাবিরতি করছে।আমিনুল ইসলাম/এফএ/এমএস

Advertisement