খেলাধুলা

উড়ন্ত সূচনার পর তামিমের বিদায়

বোলিংয়ের মত ব্যাটিংয়ের শুরুটাও দারুণ করেছে বাংলাদেশ। রোববার বল হাতে শুরুতেই তিন উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। কিন্তু সে ধারা ধরে রাখতে পারেনি তারা। ব্যাট হাতেও দারুণ ব্যাটিং করেন দুই ওপেনার। তবে ৪.৩ ওভারে ৪৪ রান তোলার পর বিদায় নেন অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল।পঞ্চম ওভারের চতুর্থ বলে এগিয়ে এসে পুল করতে চেয়েছিলেন তামিম। তবে ব্যাটে বল ঠিকভাবে সংযোগ না হওয়ায় টপ এজে লেগে হাওয়ায় ভাসানো বল মিডউইকেটে দাঁড়ানো গ্র্যান্ডহোম কয়েক পা এগিয়ে সহজেই তালুবন্দি করেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৭৫ রান। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে ৪০ রানে অপরাজিত আছেন সৌম্য সরকার। আর নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান উইকেটে আছেন ১০ রানে।এর আগে কোরি এন্ডারসন ও অধিনায়ক কেন উইলিয়ামসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৪ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। তবে এদিন শুরুটা দারুণ করেছিল টাইগাররা। ৪৩ রানেই ফিরিয়ে দিয়েছিলেন প্রথম সারির তিন ব্যাটসম্যান। তবে চতুর্থ উইকেটে ১২৪ রানের দারুণ জুটিতে উল্টো বাংলাদেশকে চাপে ফেলে দেয় তারা।দলের পক্ষে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন এন্ডারসন। শুরু থেকেই ঝড় তোলা এ ব্যাটসম্যান এ রান করতে বল খেলেন মাত্র ৪০টি। এদিন টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১০টি ছক্কা মারার রেকর্ড গড়ার পাশাপাশি ২টি চারও হাঁকান এ ব্যাটসম্যান। আর ৫৭ বলে ৬০ রান করেন উইলিয়ামসন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি।আরটি/এমআর/এমএস

Advertisement