খেলাধুলা

চাপ কাটিয়ে উঠছে নিউজিল্যান্ড

শুরুতেই কিউইদের তিন উইকেট তুলে নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। রুবেলের জোড়া আঘাতের পর মোসাদ্দেকও তুলে নেন উইকেট। তবে এরপরই ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। কোরি অ্যান্ডারসনকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন। এ দুই ব্যাটসম্যানদের দুর্দান্ত ব্যাটিংয়ে উল্টো চাপে রয়েছে টাইগার বোলাররা।এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান। ৪৭ বলে ৫৩ রান নিয়ে ব্যাটিং করছেন উইলিয়ামসন। আর তার সঙ্গী এন্ডারসন আছেন ২৩ রানে অপরাজিত।   এর আগে রোববার মাউন্ট মুঙ্গানাইয়ের বে ওভালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে তারা। তবে ইনিংসের চতুর্থ ওভারে  জোড়া আঘাত করে কিউইদের কোণঠাসা করে দেন পেসার রুবেল হোসেন। জেমস নিশাম ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কলিন মানরোকে ফেরান টাইগার এই বোলার। নিশামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলার পর মানরোকে সৌম্যর তালুবন্দি করেন তিনি।এর দুই ওভার পর কিউই শিবিরে আবার আঘাত হানেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। টম ব্রুসকে ইমরুল কায়েসের ক্যাচ পরিণত করে বাংলাদেশকে দারুণভাবে ম্যাচে আনেন এ তরুণ।আরটি/এমআর/এমএস

Advertisement