রাজনীতি

বঙ্গবন্ধুর পাশে টাউট-বাটপারের ছবি নয় : ওবায়দুল কাদের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পাশে কোনো টাউট-বাটপারদের ছবি দেখতে চান না বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন রাস্তায় টাউট-বাটপারদের ছবি বঙ্গবন্ধুর ছবির পাশে দেখা যায়। এসব ছবি দেখে আমি ব্যথিত হই। বঙ্গবন্ধুর ছবির পাশে ওই সব টাউট-বাটপারদের ছবি দেখতে চাই না। এ রকম ছবি দেখা গেলে তা ছিড়ে ফেলতে হবে।ওবায়দুল কাদের বলেন, এখন রাজনীতিতে আদর্শ নেই। ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে এক ধরনের মানুষেরা এ অপকর্ম করে যাচ্ছে।২০ দলীয় জোটের হরতাল সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্মদিনেও হরতাল-অবরোধ ডেকেছে ২০ দলীয় জোট। এর চেয়ে দুর্ভাগ্য আর কী হতে পারে?আলোচনা সভায় সভাপতিত্ব করেন চিত্রনায়িকা দিলারা ইয়াসমিন। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দি, ঢাকা মহানগরের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেত্রী ফাল্গুনী হামিদ প্রমুখ।আরএস/পিআর

Advertisement