তথ্যপ্রযুক্তি

সারাবিশ্বে ফোরজি গ্রাহক ৫০ কোটি

গত বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ফোরজি (এলটিই) নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৫০ কোটি। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলেই ছিল মোট গ্রাহকের প্রায় ৫০ শতাংশ। এলটিই সেবা ব্যবহারের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলে। এর পরের অবস্থানে রয়েছে উত্তর আমেরিকা। সম্প্রতি জিএসএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। খবর টেলিকম এশিয়া।মোবাইল ডিভাইসের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে উন্নত নেটওয়ার্কের চাহিদাও বাড়ছে। থ্রিজির পর এবার ফোরজি নিয়ে বিশ্বব্যাপী চলছে বেশ মাতামাতি। উন্নত নেটওয়ার্কের কারণে ইন্টারনেটের ব্যবহারও বাড়ছে উল্লেখযোগ্য হারে। ফোরজির ব্যবহার এখনো বিশ্বের অনেক দেশেই শুরু হয়নি। এরপর গ্রাহক সংখ্যা প্রায় ৫০ কোটিতে দাঁড়িয়েছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই বিশ্বের আরো অনেক দেশ এ নেটওয়ার্ক সেবা চালু করবে। এতে গ্রাহক সংখ্যা প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।জিএসএর প্রতিবেদন অনুযায়ী, গত বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী ফোরজি এলটিইর মোট ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৯ কোটি ৭০ লাখ। এর মধ্যে ২৯ কোটি গ্রাহক গত বছর যুক্ত হয়েছেন। গত বছরের শেষ ছয় মাসে থ্রিজির তুলনায় ফোরজির গ্রাহক বেড়েছে ২১ শতাংশ বেশি। সর্বশেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) এলটিইর গ্রাহক বেড়েছে ১১ কোটি ৫০ লাখ। এ সময়ে থ্রিজির তুলনায় ফোরজির গ্রাহক বাড়ে ৩৬ শতাংশ বেশি। জিএসএম সেবার গ্রাহক এ সময়ে কমে ৭ কোটি ৮৫ লাখ।এশিয়া প্যাসিফিক অঞ্চলে গত বছরের শেষ নাগাদ ফোরজি এলটিই সেবার ব্যবহারকারীর সংখ্যা ছিল বিশ্বের মোট এলটিই ব্যবহারকারীর ৪৭ শতাংশ। যেখানে জুনের শেষ নাগাদ এ হার ছিল ৪০ শতাংশ। গত বছরের শেষ নাগাদ বিশ্বের মোট এলটিই সেবা ব্যবহারকারীর ৩৩ শতাংশের বসবাস খাতটির দ্বিতীয় অবস্থানে থাকা উত্তর আমেরিকায়। যেখানে গত বছরের প্রথমার্ধের শেষে এ হার ছিল ৪২ দশমিক ৩ শতাংশ।এআরএস/আরআই

Advertisement