আন্তর্জাতিক

ফ্লোরিডায় বিমানবন্দরে বন্দুকধারীর হামলা : নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীর হামলায় ৫ ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার দুপুরে বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এ ঘটনা ঘটে। ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরের টার্মিনাল টু-তে ব্যাগেজ সংগ্রহ করা হয় যেখানে সেখানেই এ ঘটনা ঘটছে বলে মার্কিন গণমাধ্যম খবর দিচ্ছে। ব্রেয়ার্ড শেরিফের কার্যালয়ের করা এক টুইট বার্তায় বলা হয়, এতে পাঁচজন নিহত হয়েছে। আর একজনকে আটক করা হয়েছে।শেরিফ স্কট ইসরায়েলের টুইটে অবশ্য আটজন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। ঘটনার পরপর হোয়াইট হাউজের সাবেক প্রেস সেক্রেটারি আরি ফ্লেশার এক টুইটে বলেন, “আমি ফোর্ট লডারডেল বিমানবন্দরে। এখানে গুলিবর্ষণ হয়েছে। প্রত‌্যেকে দৌড়াচ্ছে।”গুলি বর্ষণের এক মিনিটেরও কম সময়ের মধ্যেই বন্দুকধারী হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে বলে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে। ঘটনার পরপরই পুলিশের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছুটে যেতে দেখা যায়। সূত্র : বিবিসিজেএইচ

Advertisement