রাজনীতি

সর্বোচ্চ ক্ষমতা দিয়ে সালাহউদ্দিনকে উদ্ধারের দাবি

রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমদ। সোমবার রাত ৯ টায় সালাহ উদ্দিনের স্ত্রীকে সমবেদনা জানাতে এসে সাংবাদিকদের কাছে এই দাবির কথা জানান তিনি।তিনি বলেন, রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করা। দায়িত্ব পালন অনেক হয়েছে। এবার কাজ করে সরকারকে দেখাতে হবে। আর এই কাজ যেন সালাহউদ্দিন আহমেদকে ফিরিয়ে দেয়ার মাধ্যমে শুরু হয়।সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ বলেন, অন্য কোন কিছুই চাওয়া নেই। সরকারের কাছে একটাই চাওয়া স্বামীকে যেন অক্ষত অবস্থায় ফেরত দেয়া হয়। এজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানান।এসময় আরো উপস্থিত ছিলেন- সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কবি আবদুল হাই সিকদার ও ড. এইচ এম রফিকুল ইসলাম বাচ্চু প্রমূখ।এমএম/আরএস/পিআর

Advertisement