রাজধানীর নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ কস্টেবল আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম আবু বকর সিদ্দীক(৪০)। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এসআই ওয়াহেদুজ্জামান। তিনি বলেন, হাতবোমা বিস্ফোরণের সময় কনস্টেবল সিদ্দীক ওই ফাঁড়ির সামনে সিভিলে ছিলেন।সোমবার রাত সাড়ে ৭টার তিকে পুলিশ ফাঁড়ি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং প্রেসের মাঝামাঝি স্থানে এ হাতবোমার বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।জেইউ/আরএস/পিআর
Advertisement