অর্থনীতি

আবাসন খাতে এক অংকের সুদে ঋণ চান ব্যবসায়িরা

আবাসন খাতের মন্দা কাটাতে এক অংকের সুদে পূণঃঅর্থায়ন তহবিল চালুর দাবি জানিয়েছে এ খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর সঙ্গে দেখা করে সংগঠনের নেতারা এই দাবি জানান।ডেপুটি গভর্নরের সঙ্গে সাক্ষাতে রিহ্যাব নেতারা বলেন, প্রায় দুই যুগ ধরে আবাসন সমস্যা সমাধানে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে বেসরকারি উদ্যোক্তাগণ। প্রবৃদ্ধিতে বড় অবদানও রয়েছে এই শিল্পের। কিন্তু এই আবাসন খাত আজ বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখিন। রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে স্থবিরতা বিরাজ করছে সম্ভবনাময় এই খাতে। তাই এক অংকের সুদে ঋণ দরকার।অবশ্য এরআগেই গতকাল রোববার গৃহায়ন মন্ত্রী প্রকৌশলি মোশাররফ হোসেন সাংবাদিকদের এক অনুষ্ঠানে একই দাবি জানান।ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সিঙ্গেল ডিজিট সুদের অর্থায়ন চালু ব্যাপারে সরকারের নীতির কথা তুলে ধরেন। সরকার নির্দেশনা দিলে এ ঋণ কর্মসূচী দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি। আবাসনকে উৎপাদনশীল খাত উল্লেখ করে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যক্তি পর্যায়ে ঋণের পরিমাণ বাড়িয়েছে এমন কথাও বলেন এসকে সুর চৌধুরী।রিহ্যাবের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আলমগীর শামসুল আলামিন। এসময় প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন- রিহ্যাবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি রবিউল হক, সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া এবং কোষাধ্যক্ষ প্রকৌশলী সরদার মোঃ আমীন।এসএ/আরএস/আরআই

Advertisement