নিউজিল্যান্ড অধিনায়ক কি টিম হোটেলে উঠেছেন? নাকি নিজ বাসায়? হয়তো রীতি মেনে টিম হোটেলে অবস্থান করছেন। তবে বাসায় থাকলেও সমস্যা নেই। কারণ মাউন্ট মঙ্গানুইয়ের তরাঙ্গা শহরের ছেলে কেন উইলিয়ামসনের বাসা বে ওভাল থেকে গাড়িতে মাত্র ১০ মিনিটের পথ। এক কিউই সাংবাদিক এমনই জানালেন। এ শহরেই বেড়ে ওঠা উইলিয়ামসন গত এক বছরে ঘরের মাঠে সেঞ্চুরির নাগাল না পেলেও ওয়ানডে আর টি-টোয়োন্টিতে ঠিক পঞ্চাশের ঘরে পা রেখেছেন। দুটা ভালো ইনিংসই গত বছর। প্রথমটি ২০১৬ সালের ৫ জানুয়ারি শ্রীলঙ্কার সাথে। একদিনের ম্যাচে ৭২ বলে ৬১ রানের এক ইনিংস আছে তার। ঠিক দুদিন পর সেই লঙ্কানদের বিপক্ষেই টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ৪২ বলে ৫৩ রানের এক নজরকাড়া দল জেতানো ইনিংস খেলেছেন ব্ল্যাক-ক্যাপস ক্যাপ্টেন। ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, গত এক বছরের মধ্যে ওই দুটি ম্যাচের পর আর বে ওভালে খেলা হয়নি কিউই ক্যাপ্টেনের। ২০১৬ সালের ৫ জানুয়ারি নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার মধ্যে হওয়া ৫০ ওভারের খেলাটি ছিল এ স্টেডিয়ামের শেষ ওয়ানডে। একইভাবে গত বছরের ৭ জানুয়ারি এই মাঠে কিউই ও লঙ্কানদের মধ্যে যে টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার পর এ মাঠে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ হয়নি। দুই ম্যাচেই অর্ধশতক উপহার দিয়েছেন কেন উইলিয়ামসন। এক বছর পর ঘরের মাঠে আবার খেলা। নিশ্চয়ই নিজেকে তৈরি করে কিউই অধিনায়ক মুখিয়ে আছেন আরও একটি স্মরণীয় ইনিংস খেলতে। নেপিয়ারের ম্যাকলিন ওভালে সৌম্য সরকারের অদূরদর্শিতা ও হিসাবের গোলমালে ৪৩ রানে ক্যাচ আউটের হাত থেকে বেঁচে গিয়ে শেষ পর্যন্ত ৭৩ রানের হার না মানা ইনিংস খেলে কিউইদের জয়ের রুপকার হন অধিনায়ক কেন উইলিয়ামসন।তার আগে নেলসনে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও জ্বলে উঠেছিল তার ব্যাট। তার ব্যাট থেকে বেরিয়ে এসেছিল ৯৫ রানের হার না মানা ইনিংস। এক বছর পর ঘরের মাঠে খেলতে নেমে খুব স্বাভাবিকভাবেই উজ্জ্বীবিত ও অনুুপ্রাণিত থাকবেন কিউই দলনেতা। এবার নিজের মাঠে নিশ্চয়ই আরও স্মরণীয় কিছু করে দেখানোর চেষ্টায় উন্মুখ হয়ে আছেন। দেখা যাক ঘরের মাঠে কী করেন নিউজিল্যান্ড অধিনায়ক? এনইউ/এমএস
Advertisement