খেলাধুলা

প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের সনদ প্রদান

জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় পরিচালিত (অনূর্ধ্ব-১৬) তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান কাবাডি খেলোয়াড়দের (বালক ও বালিকা) প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়েছে বৃহস্পতিবার। সকালে পল্টন ময়দান সংলগ্ন কাবাডি ফেডারেশনে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজি এ কে এম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) দীল মোহাম্মদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (সংস্থাপন) হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ও এআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোজাম্মেল হক। অনুষ্ঠানে ২০ জন বালক এবং ২৩ জন বালিকা কাবাডি খেলোয়াড়কে সনদপত্র দেয়া হয়। গত ২৮ জুলাই দেশের ৫০টি জেলায় তৃণমূল পর্যায় থেকে বাছাই করে দ্বিতীয় পর্যায়ে ৮টি আঞ্চলিক ভেন্যুতে ৪০০ জনকে নিয়ে ৮ দিনের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্বের দ্বিতীয় ধাপে ২০ জন বালক ও ২৩ জন বালিকাকে বাছাই করে ৪৫ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। আরআই/এনইউ/এমএস

Advertisement