আন্তর্জাতিক

উদ্ধার অভিযানে অংশ নেবে ড্রোন

দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের পর বিপন্ন মানুষদের সাহায্য করবে ড্রোন। ইসরায়েলি একটি কোম্পানি এরকম একটি ড্রোন তৈরি করে গত নভ্ম্বেরে এর সফল পরীক্ষা শেষ করেছে। ২০২০ সাল নাগাদ এটি ব্যবহারের জন্য বাজারে ছাড়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। খবর বিবিসির।কোথাও সন্ত্রাসী হামলা হলে অথবা কোন প্রাকৃতিক দুর্যোগে দুর্গম এলাকায় কেউ আটকে পড়লে তাকে সাহায্য করতে এ ধরনের ড্রোন পাঠানো হবে। দূর নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় এই যানটি বিপন্ন মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে।গত পনের বছর ধরে করমোরন্ট নামের এই ড্রোনটি তৈরির জন্য অর্থ ব্যয় করছে এক ইসরায়েলি কোম্পানি। প্রায় এক কোটি চল্লিশ লাখ ডলার খরচ করে যে ড্রোনটি তারা তৈরি করেছে সেটি পাঁচশো কেজি পর্যন্ত মাল বহন করতে পারবে। এটি ঘন্টায় একশো পনের মাইল পথ পাড়ি দিতে পারবে।সবচেয়ে বড় কথা হলো এই ড্রোনটি আকাশে উড়তে পারবে খাড়াভাবে। বড় বড় শহরের উঁচু দালানকোঠার ফাঁক দিয়ে বা বিদ্যুতের লাইনের নীচে দিয়েও এটি উড়ে যেতে পারবে।আরবান এরোনটিকস নামের কোম্পানিটির প্রধান নির্বাহী রাফি ইয়োলি বলেছেন, এখন এই ড্রোনটিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের পথ খুলে গেল।বাণিজ্যিক ড্রোন এখন বড় ব্যবসায় পরিণত হচ্ছে। আমাজন ইতোমধ্যে ঘোষণা করেছে তারা ড্রোনের মাধ্যমে আকাশপথে মানুষের বাড়ি বাড়ি পণ্য পৌঁছে দেবে।টিটিএন/আরআইপি

Advertisement