রাজনীতি

স্বামীর দুশ্চিন্তায় বিপর্যস্ত হাসিনার জীবন

টানা ৭ দিন স্বামীর খোঁজ না পাওয়ায় বেদনায় দুবির্ষহ জীবনযাপন করছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা অাহমেদ। বিএনপির অপর নেতা ইলিয়াস আলী ও চৌধুরী অালমের মতো নির্মম ভাগ্য যেন বরণ করতে না হয় সেই আশায় বুক বেঁধে আছে সালাহ উদ্দিনের পরিবার।এদিকে সালাহ উদ্দিনের পরিবারের একটাই আবেদন তাকে যেন আলাদতে হাজির করা হয়। তাকে যেন অন্যায়ভাবে কোন নির্যাতন করা না হয়। অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।জাগোনিউজকে হাসিনা বেগম জানান, টানা ৭ দিন ধরে স্বামীকে না পাওয়ার যন্ত্রণায় কোন রকমে বেঁচে আছি। তবে সন্তানদেরকে তাদের বাবার খবর দিতে না পারার যন্ত্রণা জীবনকে দুর্বিষহ করে তুলছে।তিনি জানান, তার ৪ সন্তানের মধ্যে বড় ছেলে (২৩) কানাডাতে ইঞ্চিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করছেন। তার বড় মেয়ে (২১) মালয়শিয়াতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়ছেন। এই দুই সন্তান দেশের বাহির থেকে প্রতিনিয়ত মোবাইল ফোনে তাদের বাবার সংবাদ জানতে চাচ্ছে।অন্যদিকে দেশে অবস্থানরত আর দুই সন্তান তাদের বাবাকে খুঁজে পাওয়ার সংবাদ শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। এছাড়া নিকটাত্মীয় স্বজনরাও উদ্বেগ আর উৎকন্ঠায় রয়েছেন কখন সালাহ উদ্দিনকে খুঁজে পাওয়া যাবে?হাসিনা জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় সর্বশেষ মোবাইল ফোনে সালাহ উদ্দিনের সঙ্গে কথা হয় তার। গ্রেফতার আতঙ্গে তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন থাকছেন অনেকদিন ধরে। একদিকে গ্রেফতার আতঙ্গে আত্মগোপনে থাকার কারণে দেখা না পাওয়া অন্যদিকে ডিবি গ্রেফতার করে কোন সংবাদ না দেয়ায় দুশ্চিন্তা আরো বাড়ছে। সবমিলিয়ে কিভাবে যে দিন কাটছে তা বলা মুশকিল বলেও তিনি জানান।হাসিনা দাবি করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে গেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। সরকারের কাছে তার আকুল আবেদন সালাহ উদ্দিনকে আদালতে হাজির করে তাদেরকে যেন বিপর্যস্থ এই জীবন থেকে মুক্তি দেয়া হয়।এমএম/এআরএস/এমএস

Advertisement