খেলাধুলা

আমি দলের জন্যই খেলি : মাহমুদউল্লাহ

গত বিশ্বকাপে তার দুটি সেঞ্চুরির একটি এই নিউজিল্যান্ডের মাটিতে এবং স্বাগতিক ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে। নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা না মিললেও হেসেছে সেই মাহমুদউল্লাহর ব্যাটই। খুব স্বাভাবিকভাবে ভক্ত-সমর্থকরা নড়ে চড়ে বসেছেন। মাহমুদউল্লাহ রানে ফিরে তিনি নিজে কি ভাবছেন? সব ব্যাটসম্যান যখন ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছিলেন, তখন তিনি একা দলকে সামনে এগিয়ে নিতে প্রাণপন চেষ্টা করছিলেন। পঞ্চাশের ঘরে পা রাখার পর তার প্রতিক্রিয়াই বা কি?  নিজেকে আড়াল করে রাখার চেষ্টা তার বহুদিনের। তার কাছে ব্যক্তিগত রেকর্ড বা পরিসংখ্যানের চেয়ে দল অনেক বড়। তাই তো মুখে এমন কথা, ‘বরারবরই বলি, আমি দলের জন্য খেলি। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং- যাই হোক দলের জন্য কিছু করতে পারলে ভাল লাগে। ওয়ানডেতে কিছুই করতে পারিনি, একটা হতাশা ছিল ভিতরে।’ সেখান একদম বেরিয়ে আসার কথা না বললেও ভক্তদের আশবাদী হবার মত খবর আছে, মাহমুদউল্লাহর অনুভব, ‘গতকাল কিছুটা সময় ক্রিজে ছিলাম। তাই একটু বেটার ফিল হচ্ছে।’ তার শেষ কথা, ‘ফিপটি হাঁকানো বড় কথা নয়। আমি দলের জন্য খেলি। দলের কাজে লাগে এমন পারফরম করতে পারলে ভাল লাগে। সেটা ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং যাই হোক না কেন, দলের জন্য কোন অবদান রাখতে পারার আনন্দই আলাদা।’টি-টোয়েন্টি সিরিজের অপর দুই ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাবনার কথা বলতে গিয়ে মাহমুদউল্লাহ জানান, প্রথম কথা হলো আমাদের এ সফরের আগের ম্যাচগুলোর ব্যর্থতার কথা ঝেড়ে মুছে একদম ফ্রেশ মুডে খেলতে নামতে হবে। আর মাঠে শুরুটা খুব গুরুত্বপূর্ণ। যে করেই হোক শুরুটা ভাল করতে হবে।’এআরবি/আইএইচএস/এমএস

Advertisement