খেলাধুলা

অন্যের নাম ভাঙিয়ে বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক

অন্যের নাম ভাঙিয়ে রীতিমতো বিখ্যাত হয়ে যাওয়ার পর ধরা পড়ে গেছেন এক প্রতারক। নাদিম আলম নামের এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্রিটেনের গণমাধ্যমে ক্রিকেট বিষয়ক টকশো আর আলোচনায় অতিথি আলোচক হিসেবে অংশগ্রহণ করে আসছেন। সম্প্রতি ফাঁস হয়েছে তিনি নাদিম আব্বাসি নাম নিয়ে এই প্রতারণা করে আসছেন দীর্ঘদিন। আর এই ভুয়া পরিচয়ে খোদ বিবিসির মতো প্রতিষ্ঠানের চোখে ধুলা দিয়ে আসছেন তিনি। সঙ্গে আছে রেডিও ফাইভ। এসব জায়গায় তিনি ক্রিকেট নিয়ে রীতিমতো জ্ঞানগর্ভ আলোচনা করতেন, এমনকি লাইভেও অংশ নিতেন। এদিকে প্রকৃত নাদিম আব্বাসি এই প্রতারণার খবরে বেজায় রেগে গেছেন। সামনে পেলে ঘুষি মেরে নাক ফাটাবেন বলে হুমকিও দিয়েছেন তিনি। নাদিম আব্বাসি ১৯৮৯ সালে পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট খেলেছেন। অন্যদিকে প্রতারক নাদিম আলমের দৌড় ইংল্যান্ডের হাডার্সফিল্ডের দলে খেলা পর্যন্ত। উইকিপিডিয়াতেও আব্বাসি হিসেবে তার পরিচয়ে লেখা প্রাক্তন এই টেস্ট খেলুড়ে এখন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কাজ করছেন। তবে, ধরা পড়ার পর কিন্তু এতটুকু অনুতপ্ত নন নাদিম আলম। তার কথা, বিখ্যাত তো তিনি হয়েই গেছেন। তা সে আলম হিসেবে হোক, আর আব্বাসি হিসেবে। ক্রিকেট নিয়ে আলোচনাতেও দক্ষতা বেশ ঝালিয়ে নেওয়া হয়ে গেছে তার।এসআরজে

Advertisement