বাংলাদেশ ইতালি দূতাবাসের নির্বাচিত এজেন্সি ভিএফএস গ্লোবাল কর্তৃক (ফ্যামিলি রি-ইউনিয়ন) পারিবারিক ভিসা দিতে বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস ও ভিএফএস গ্লোবাল এজেন্সির অফিসিয়াল নিয়মে কাগজপত্র জমা দেয়ার পরও মাসের পর মাস ফাইল পড়ে থাকে। পাসপোর্ট জমা দেয়ার প্রায় কয়েক সপ্তাহের মধ্যে ভিসাসহ পাসপোর্ট ডেলিভারি দেয়ার নিয়ম থাকলেও প্রবাসীদের অভিযোগ কবে পাবেন তাদের ভিসা-পাসপোর্ট কেউ জানে না।অফিসের ডেলিভারির নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর কোনো কাঙ্ক্ষিত ভিসা আবেদনকারী অফিসে ফোন অথবা সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট ভিসার খোঁজ নিতে গেলে কাজ চলছে, হবে বা আমরা ডাকবো বলে টালবাহানা শুরু করেন। কাগজপত্রে কোনো সমস্যা আছে কিনা- এরকম প্রশ্নের জবাবে এজেন্সি কর্তৃপক্ষ বলে সব ঠিক আছে। এরপরও বছর অতিক্রম হওয়ার অভিযোগ রয়েছে অনেক ভুক্তভোগী প্রবাসীর। ভিসা বিলম্বে প্রবাসী বাংলাদেশিরা এখন অতিষ্ঠ হয়ে পড়েছে।ভুক্তভোগী অনেক প্রবাসীর মধ্যে বিপ্লব নামের এক বাংলাদেশির সঙ্গে কথা হলে তিনি অভিযোগ করেন, এক বছরের বেশি হলো স্ত্রীর জন্য ভিসা পেতে কাগজ জমা দিয়েছি। কোনো খোঁজ-খবর পাচ্ছি না। কবে পাবো ভিসা তাও জানি না। অনেক যোগাযোগ করেছি। সঠিক কোনো উত্তর পাইনি।জসিম নামে আরেক ভুক্তভোগী অভিযোগ করেন, এক বছর হলো কাগজপত্র ভিএফএস গ্লোবালে জমা দিয়েছি। পুরাতন নিয়মে সাড়ে ১২ হাজার টাকা জমা দেই। ১১ মাস পর অফিস থেকে ফোন করলে বর্তমান ফি হিসেবে বাকি ৪০ হাজার ৫শ’ ২০ টাকা জমা দেয়া হয়। এরপর কবে ভিসা পাবো এরকম উত্তরে ভিএফএস গ্লোবাল জানায়, অনলাইনে দেখতে। এখনো পর্যন্ত ভিসা পাওয়ার কোনো খবর নেই।ভিসা দিতে দেরি হওয়া প্রসঙ্গে রাষ্ট্রদূত আবদুস সোবাহান সিকদার জাগো নিউজকে বলেন, বাংলাদেশে ইতালি দূতাবাস নিযুক্ত এজেন্সি ভিএফএস গ্লোবাল ভিসা বিলম্বে দেয়ার ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ে অবগত করা হয়েছে। তাই এ সংক্রান্ত ব্যাপারে খুব শিগগিরই ইতিবাচক একটি ফল পাওয়া যেতে পারে।এর আগেও একাধিকবার প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীসহ অনেকের কাছে এ ব্যাপারে অভিযোগ করেন। কিন্তু এখনো পর্যন্ত এর কোনো সুষ্ঠু সমাধান পায়নি।
Advertisement