ফিচার

ঢাকায় হাসপাতাল

ছোট, বড়, সরকারী, বেসরকারী মিলিয়ে ঢাকায় হাসপাতালের সংখ্যা অনেক। রাজধানী হওয়ার সুবাদে দেশের সেরা চিকিৎসা সেবাটা এখানেই পাওয়া যায়। কেবল ঢাকাবাসীরাই নন, প্রতিদিনই ঢাকার বাইরে থেকে বহু রোগী এখানে আসেন চিকিৎসার জন্য। সরকারী হাসপাতালগুলোয় বেড এবং কেবিনের সংকটের চিত্র চিরচেনা। তবে ঢাকার বাইরে থেকে আসা রোগীরা কেবিন এবং বেড পাওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পান।ঢাকার সরকারী হাসপাতালগুলোর কার্যক্রমও সকাল আটটায় শুরু হয় এবং দুপুর পর্যন্ত চলে। দশ টাকা মূল্যের টিকেট কেটে বহির্বিভাগে চিকিৎসককে দেখাতে হয়। তিনি প্রয়োজনীয় পরীক্ষা করানো, ওষুধ কিংবা হাসপাতালে ভর্তিসহ প্রয়োজনীয় পরামর্শ দেন। সরকারি হাসপাতালগুলোতেই পরীক্ষার ব্যবস্থা থাকলেও অনেক সময় বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে বাইরে থেকে পরীক্ষা করাতে হয়।বেসরকারি হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম সকাল থেকেই শুরু হলেও অধিকাংশ বেসরকারী হাসপাতালের মূল কার্যক্রম শুরু হয় বিকালে। প্রধানত সরকারি হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ এখানে রোগী দেখেন।বেসরকারী হাসপাতালগুলোর আউটডোর টিকেটের মূল্যে বেশ ভিন্নতা পরিলক্ষিত হয়। এটি ৪০ টাকা থেকে ২০০ টাকা বা ৩০০ টাকা পর্যন্ত হতে পারে।সরকারি হাসপাতাল

Advertisement

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালঠিকানা: শাহবাগ মোড, ঢাকা-১০০০ফোন: +88 02 9661051-56, +88 02 9661058-60ই-মেইল: info@bsmmu.orgশহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালঠিকানা: শহীদ সোহরাওয়াদী  হাসপাতাল  ঢাকার শেরে-ই-বাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট এর পাশে অবস্থিত ফোন: ৯১৩০৮০০-১৯ঢাকা শিশু হাসপাতালঠিকানা : ঢাকা শেরে বাংলা নগরে শ্যামলী বাস স্ট্যান্ডের ২০ – ৩০ গজ পূর্ব দিকে শিশুমেলার পূর্বে এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূনর্বাসন কেন্দ্রের পশ্চিম পাশে এটি অবস্থিত।ফোন: ৮১১৬০৬১-৬২, ৮১১৪৫৭১-৭২ঢাকা মহানগর জেনারেল হাসপাতালঠিকানা- নওয়াব ইউসুফ রোড, নয়াবাজার, ঢাকা-১১০০ফোন নম্বর- ৭৩৯০৮৬০জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২০৭ফোন- ০২- ৯১২২৫৬০ফ্যাক্স- ৮৮-০২- ৮১৪২৯৮৬জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতালঠিকানা: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ও হাসপাতাল, শেরে বাংলা নগর, ঢাকা।জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালঠিকানা: শেরেবাংলা নগর, ঢাকা- ১২১৭ফোন- ০২- ৯১১৮৩৩৬, ৮১১৪৮০৭ফ্যাক্স- ৮৮-০২- ৮১১৭২০২জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালঠিকানা: মহাখালী, ঢাকা- ১২১২ফোন- ০২- ৯৮৮০০৭৮জাতীয় কিডনী ইনষ্টিটিউট এবং হাসপাতালঠিকানা:  শেরে বাংলা নগর, ঢাকাফোন: ৯১৩৬৫৫৬০-৩ বিভিন্ন বেসরকারি হাসপাতাল-স্কয়ার হাসপাতালঠিকানা: ১৮/এফ, পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫, বাংলাদেশ।টেলিফোন: +৮৮-০২-৮১২৯৩৩৪, ৮১৫৬৫২২, ৮১৫৭৮৫৩, ৮১৫৯৪৫৭-৬৪ফ্যাক্স: +৮৮-০২-৯১১৮৯২১যাপোলো হাসপাতালঠিকানা: প্লট ৮১, ব্লক ই, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১৯।পিএবিএক্স: (02)-8401661ফ্যাক্স: (02)-8401679, (02)-8401161, (02)-8401691ই-মেইল: info@apollodhaka.com (সাধারণ তথ্যের জন্য)feedback@apollodhaka.com (ফিডব্যাক)বারডেম জেনারেল হাসপাতালঠিকানা: শাহবাগ মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এর অবস্থান।ফোন: ৮৬১৬৬৪১কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ    ঠিকানা: কিডনী ফাউন্ডেশন বাংলাদেশ, প্লট ৫/২, সড়ক ০১, সেকশন ০২, মিরপুর, ঢাকা ১২১৬।ফোন: +৮৮-০২-৮০৫৫৮২৭, +৮৮-০২-৮০৫৩৭৮৬ইমেইল: rashid@bol-online.comইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউটঠিকানা: ১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ (৪র্থ ও ৫ম তলা), শাহবাগ, ঢাকা- ১০০০ফোন- ৮৮-০২-৯৬৭১১৪১-৪৩, ৮৮-০২-৯৬৭১১৪৫-৪৭এপয়েন্টমেন্ট- এক্সটেনশন ২০৬, মোবাইল ফোন: ০১৭১৪০০৬৭০৬হারুন আই হসপিটালঠিকানা: বাড়ি# ১২/এ, রোড# ৫, মিরপুর রোড ধানমন্ডি, ঢাকা- ১২০৫মোবাইল নম্বর: ০১৫৫২-৩৯৭৫১৮, ০১৫৫২-৩৯৭৫১৭