পোশাক শ্রমিকদের অভিযোগ শুনতে চালু হয়েছে হেল্প লাইন। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিনামূল্যে ০৮০০৪৪৫৫০০০ নম্বরে ফোন করে যেকোনো শ্রমিক এই হেল্পলাইনের সাহায্য নিতে পারবেন। রোববার বিকেলে সচিবালয়ে এ হেল্প লাইন উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।জানা গেছে, ছুটির দিনেও শ্রমিকরা এ হেল্প লাইন থেকে সেবা নিতে পারবেন। তবে প্রাথমিকভাবে আশুলিয়ার শ্রমিকরা এ সুবিধা ভোগ করবেন। ৬ মাসের জন্য চালু করা পরীক্ষামূলক প্রকল্পটির সফল হলে পরে সারা দেশে চালু করা হবে।হেল্প লাইনে শ্রমিকরা কর্মক্ষেত্র সংশ্লিষ্ট যেকোনো অভিযোগ এখন নিজেরাই জানাতে পারবেন। চারজন প্রশিক্ষিত কর্মী ও একজন তত্ত¡াবধায়কের সমন্বয়ে গঠিত ৫ জনের দুটি দল দুই ভাগে এ সেবার জন্য দায়িত্ব পালন করবেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর অর্থায়নে ও কারিগরি সহায়তায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করছে।অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ, আইএলও, পোশাক মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এএইচ/পিআর
Advertisement