বাংলাদেশ সীমান্তের আসামসহ ভারতের উত্তরাঞ্চলের ত্রিপুরাতেও রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আম্বাসার কাছে; রাজ্যের রাজধানী আগরতলা থেকে ৫৯ কিলোমিটার দূরে। ত্রিপুরা রাজ্য সরকারের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমারঘাট এবং আম্বাসার মাঝে লনতোরাই পাহাড়ি এলাকায় ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভারতে অনুভূত এই ভূমিকম্পে বাংলাদেশ, ভুটান ও মিয়ানমারের উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত বাংলাদেশের সুনামগঞ্জে একজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও ভারত, ভুটান ও মিয়ানমারের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এই প্রথমবারের মতো ৫ এর চেয়ে একটু বেশি মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ত্রিপুরা। গত বছর যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় সতর্ক করে বলা হয়, ত্রিপুরা ও বাংলাদেশের আশ-পাশের এলাকায় বড় মাপের ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এসআইএস
Advertisement