দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান সাংবাদিক আনু মোস্তফার বিরুদ্ধে হরতাল-অবরোধে বাস পোড়ানো ও নাশকতাকারীর অভিযোগে করা মামলা প্রত্যাহারের দাবি এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।রোববার বিভাগের সভাপতি অধ্যাপক তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।সংবাদ বিবৃতিতে জানানো হয়, গত ১ মার্চ রাজশাহীর শিরোইলে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাংবাদিক আনু মোস্তফাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার আসামি করা হয়েছে। এ ধরনের ঘটনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বাধা সৃষ্টি করবে।বিবৃতিতে আরো বলা হয়, গণমাধ্যমে মুখ বন্ধ করার জন্য এধরনের মামলা করা হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে। বিবৃতিতে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।এমএএস/আরআই
Advertisement