কেন্দ্রীয় কাজাখস্তানে অ্যাপার্টমেন্ট ভবনের একাংশ ধসে পড়ার ঘটনায় নয়জন নিহত হয়েছে। সোমবার একটি বয়লার বিস্ফোরণের কারণে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ভবন ধসের ঘটনায় এখন পর্যন্ত ধ্বংসস্তুপের নিচ থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিন শিশু ছিল। ধ্বংসস্তুপের নিচ থেকে ৩২ বছর বয়সী এক ব্যক্তি এবং দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার রাতেই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় কেউ নিঁখোজ নেই। দুর্ঘটনার পরপরই ওই ভবনের বাসিন্দাদের দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং বিস্ফোরিত বয়লারটি ঠিক করা হয়েছে। টিটিএন/জেআইএম
Advertisement