দেশজুড়ে

মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। তবে মাদক ব্যবসায়ীরা পুলিশ সদস্যদেরকে মারধর করলেও আসামি ছিনিয়ে নিতে পারেনি।  সোমবার সন্ধ্যায় ফতুল্লার চরনবীনগর (পূর্ব গোপালনগর) এলাকাস্থ প্রাথমিক স্কুলের সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফতুল্লার চরনবীনগর এলাকায় এএসআই রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাজহারুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী নুর রবী (৪২) ও মধু মিয়ার ছেলে রুহুল আমিনকে (২৫) ইয়াবাসহ গ্রেফতার করে। খবর পেয়ে স্থানীয় মিজানের নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। জামান নিজেকে থানা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর মাস্টারের লোক পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি তারা পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়।ফতুল্লা মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুইজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করে নিয়ে আসার সময় জামানসহ কয়েকজন লোকজন পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে স্থানীয় জামানসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।    শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি

Advertisement