খেলাধুলা

পাকিস্তানের লক্ষ্য ২৩৮

কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পাকিস্তানের প্রয়োজন ২৩৮ রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ অধিনায়ক পোর্টারফিল্ডের সেঞ্চুরির উপর ভর করে ২৩৭ রান তোলে আইরিশরা।পুল `বি`তে নিজেদের শেষ ম্যাচে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে মাত্র ৩ রান করে এহসান আদিলের শিকার হয়েছেন পল স্টার্লিং। এড জয়েস ও নিয়াল ও’ব্রায়েনও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরেছেন ১১ ও ১২ রান করে। এরপর ব্যালবার্নিকে সাথে ৪৮ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে তোলেন।ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের ৭ম সেঞ্চুরি হাঁকিয়ে পোর্টারফিল্ড ফেরেন দলীয় ১৮২ ও ব্যক্তিগত ১০৭ রানে। শেষ দিকে আর কোন ব্যাটসম্যান রান করতে না পারলে ২৩৭ রানেই শেষ হয় আইরিশদের ইনিংস। পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ নেন ৩ উইকেট।এমআর/আরআইপি 

Advertisement