দেশজুড়ে

ট্রেনের নিচে বোমা নয়, ছিলো খেলনা

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হত্যার প্রতিবাদে বামনডাঙ্গা ইউনিয়নে অর্ধদিবস হরতাল চলাকালে আটকে থাকা ট্রেনের নিচে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।রংপুর থেকে আসা বোম ডিসপোজাল টিমের ক্যাপ্টেন মো. হাসিম সেটি উদ্ধারের পর রোববার বিকেল পৌনে ৫টার দিকে নিশ্চিত হন এটি ছিলো বোমাসদৃশ বস্তু। তিনি সাংবাদিকদের জানান, ট্রেনের নিচে চাকা ঘেঁষে রাখা কালো টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। পরে সেটি পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় বোমাসদৃশ বস্তুতে কোনো বিস্ফোরকদ্রব্য ছিল না। এটি শুধু আতঙ্ক সৃষ্টির জন্য জন্য রাখা হয়েছিল। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বামনডাঙ্গা রেলস্টেশনে হরতালের কারণে আটকে থাকা লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল ট্রেনের (২০ ডাউন) চাকাঘেঁষে কে বা কারা একটি বোমাসদৃশ বস্তু ফেলে রাখে। পরে সেটি দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা সহকারী পুলিশ সুপার মো. খায়রুল আলমের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। এরপর তারা ওই এলাকা ঘিরে রাখে। এদিকে বামনডাঙ্গা রেলস্টেশনে আটকে থাকা লোকাল ট্রেনের কারণে গাইবান্ধা, বোনারপাড়া ও চৌধুরানীসহ গাইবান্ধার সব রুটে ট্রেন বন্ধ হয়ে পড়ে। তবে বিকেল ৫টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।বামনডাঙ্গা রেলস্টেশন মাস্টার মো. হাইউল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহারগামী লোকাল ট্রেনটি সকাল থেকে বামনডাঙ্গা স্টেশনে অবস্থান করে। এরপর বিকেল ৫টার দিকে ট্রেনটি সান্তাহারের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে গাইবান্ধা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে ঢুকে এমপি লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।জিল্লুর রহমান পলাশ/এআরএ/আরআইপি

Advertisement