ইংরেজী নতুন বছরের প্রথম দিন আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন। রোববার বিকেলে কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং মেঘনা পার্ক রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর সংগঠনের কার্যক্রম ও নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা করা হয়। সোনাহর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ রুহেল। বক্তারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশন কারো ব্যাক্তিগত সম্পত্তি নয়। এটা সিলেট অঞ্চলের মানুষের প্রাণের সংগঠন। মালয়েশিয়ায় সিলেটিসহ সকল প্রবাসী বাংলাদেশির কল্যাণে আমরা তৎপর রয়েছি। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর কমিটি গঠনের মাধ্যমে মালয়েশিয়াতে সংগঠনের অবস্থান আরো মজবুত করতে হবে বলে মন্তব্য করেন তারা। এ সময় তারা আরো বলেন, বাংলাদেশের পবিত্র নগরী সিলেটে জন্ম নিয়ে আমরা গর্বিত। দেশ কিংবা প্রবাস যেখানেই থাকি না কেন আমাদেরকে এক থাকতে হবে। নতুন বছরে পুরাতনকে পেছনে ফেলে সকল ভেদাভেদ ভুলে মালয়েশিয়াস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশনকে শক্তিশালী করতে সবাইকে এক ছাতার নিচে আসার আহ্বান জানান তারা।এ সময় আরো বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী হাজী আব্দুস সাত্তার, মাসুক আহমদ, সাংবাদিক আহমাদুল কবির, এম এ খালেক, এমদাদুর রহমান রানু, মাওলানা নুরুল আমিন আলেক, এম এ কুদ্দুছ, মাও. হাবিবুর রহমান, মো: জাহিদ, আব্দুল আওয়াল, তানভীর, মানিকসহ অনেকে।এমএমজেড/এমএস
Advertisement