শুরু হয়েছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম এবং টপার এর যৌথ আয়োজনে পিঠা শিল্পী প্রতিযোগিতা ২০১৭। মজাদার এবং লোভনীয় সব পিঠার রেসিপি পাঠিয়ে আপনিও জিতে নিতে পারেন টপারের সৌজন্যে ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকিট এবং অভিজাত হোটেলে দুই রাত ও তিনদিন থাকার সুযোগ। আরো রয়েছে এলইডি টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেনসহ আকর্ষণীয় সব পুরস্কার। আগ্রহী প্রতিযোগীরা ২০ জানুয়ারি ২০১৭ পর্যন্ত পিঠার রেসিপি পাঠাতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে ক্লিক করুন : www.jagonews24.com/contestজাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ জানান, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদকে নতুন করে তুলে ধরতেই আমাদের এ আয়োজন। আমাদের দেশে অনেকেই আছেন, যারা পিঠা তৈরিতে দক্ষ। প্রতিযোগিতার মাধ্যমে তাদের পরিচিতি তুলে ধরাটাও আমাদের লক্ষ্য।’প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি• বাংলাদেশি যে কেউ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।• নিজের তৈরি পিঠার ছবি, নাম, উপকরণ, রন্ধন প্রণালি নির্দিষ্ট স্থানে বাংলায় লিখতে হবে।• একজন প্রতিযোগী যেকোনো একটি পিঠার রেসিপি ও ছবি পাঠাতে পারবেন।• প্রতিযোগীর ছবি, পূর্ণ নাম, সচল ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর ও জেলা বাছাই করে সাবমিট করতে হবে।• ১ জানুয়ারি ২০১৭ থেকে ২০ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত রেসিপি পাঠানো যাবে।• নির্ধারিত সময়ের পর ভোটিং এর জন্য মনোনীত রেসিপিগুলো জাগো নিউজের লাইফস্টাইল ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা হবে।• ভোট চলবে ২৩ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ জানুয়ারি ২০১৭ রাত ১২টা পর্যন্ত।• প্রতিটি রেসিপির প্রাপ্ত লাইক, শেয়ার এবং বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা ১০ জনকে ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালে (ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি) অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হবে।• গ্র্যান্ড ফিনালে শীর্ষ ১০ জনকে তাদের তৈরিকৃত পিঠাসহ উপস্থিত হতে হবে। বিচারকদের মূল্যায়নের মাধ্যমে সেরা তিনজন প্রতিযোগী বাছাই করা হবে। শীর্ষ ১০ জনই পাবেন টপারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার।• পুরস্কার গ্রহণের জন্য বিজয়ীদের নিবন্ধিত ই-মেইল ও মোবাইল নম্বর সচল রাখতে হবে।• এই প্রতিযোগিতার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।এইচএন/জেআইএম
Advertisement