টঙ্গীর তুরাগ তীরের ভীড় কমাতে এ বছর জেলাব্যাপী আঞ্চলিক ইজতেমা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এরই ধরাবাহিকতায় দেশব্যাপী চলছে আঞ্চলিক ইজতেমা। আগামী ৫-৭ জানুয়ারি (বৃহস্পতি থেকে শনিবার) মাগুরা জেলায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। ইতোমধ্যে ইজতেমা ময়দানের সব প্রস্তুতি প্রায় শেষ হয়েছে।ইজতেমা ময়দানে মুসল্লিদের জন্য থাকছে নিরাপদ থাকা, খাবার পানি, ওযু ও গোসলখানা, টয়লেটসহ বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা।তিনব্যাপী আঞ্চলিক ইজতেমা আয়োজনের জন্য মাগুরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে প্রায় ৫ শতাধিক লোক।মাগুরার আঞ্চলিক এ ইজতেমায় আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লি আসবেন বলে জানান ইজতেমা বাস্তবায়ন কমিটি।এ ইজতেমা আয়োজনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় বের হয়ে মানুষকে দ্বীনের পথে আমন্ত্রণ জানানো।মাগুরা জেলা প্রশাসন মুসল্লিদের নিরাপত্তার জন্য ২ স্তরের নিরাপত্তা বেস্টনি তৈরি করবে বলে জানান ইজতেমা কমিটি। মাগুরা জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ইজতেমা ময়দানে মুসল্লিদের চিকিৎসার জন্য সার্বক্ষণিক ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে বলেও জানান ইজতেমা কমিটি। জরুরি রোগী বহনে থাকবে বিশেষ অ্যাম্বুলেন্স সার্ভিস ব্যবস্থা।জন স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর ইতিমত্যে মাগুরার ইজতেমা ময়দানের পাশে বিশুদ্ধ পানির সরবরাহের লক্ষ্যে ৩০টি পানির চাপকল স্থাপন করেছেন বলেও জানান ইজতেমা কমিটি।মাগুরার এ আঞ্চলিক ইজতেমা আগামী ৭ জানুয়ারি শনিবার আম বয়ানের পর দেশ ও জাতির শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।এমএমএস/এমএস
Advertisement