আন্তর্জাতিক

খোদ লন্ডনের পার্লামেন্ট স্কোয়্যারে গান্ধীর মূর্তি উন্মোচন

ইংরেজদের ভারত থেকে তাড়িয়ে স্বাধীনতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে মহাত্মা গান্ধী, তা নিয়ে নিশ্চয়ই বেশিরভাগ মানুষই বিতর্কে যাবেন না। যাঁর অহিংস আন্দোলনে ব্রিটিশ রাজ নড়ে উঠেছিল, ত্বরান্বিত হয়েছিল স্বাধীনতা, খোদ সেই ব্রিটেনেই উন্মোচিত হলো অহিংসার প্রবাদপুরুষ মহাত্মা গান্ধীর ভাস্কর্য। শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন নিজ হাতেই লন্ডনের ঐতিহাসিক পার্লামেন্ট স্কোয়্যারে উন্মোচন করেন ৯ ফুট উচ্চতার এই পূর্ণাবয়ব মূতিটি। এই স্কোয়্যারেই ব্রিটেনের সংসদ। এদিন ডেভিড ক্যামেরন ও ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দুজনে মিলে এই মূর্তি উন্মোচন করেন। উপস্থিত ছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং গান্ধীজি’র পৌত্র তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী। উল্লেখ্য, মহাত্মা হলেন প্রথম ভারতীয় এবং একমাত্র ব্যক্তি যিনি কোনওদিন রাষ্ট্রনেতা না হওয়া সত্ত্বেও তাঁর মূর্তি এই স্কোয়্যারে বসল। মহাত্মার পাশেই রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্ণ-বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের নায়ক নেলসন ম্যান্ডেলা। অন্যপাশে রয়েছেন প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। সেই চার্চিল, যিনি মহাত্মাকে ‘অর্ধ-নগ্ন ফকির’ বলে কটাক্ষ করেছিলেন।এসআরজে

Advertisement