খেলাধুলা

কয়েকজন ব্যাটসম্যানের ওপর চটেছেন কোচ!

কথাবার্তা ও শরীরী অভিব্যক্তিতে পরিষ্কার, ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে তিনি যারপরনাই অসন্তুষ্ট। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে সবার ওপরে সমানভাবে চটেননি। নিজ মুখেই জানিয়ে দিলেন এ কথা। আজ সন্ধ্যার আলাপচারিতায় সোজা জানিয়ে দিলেন, তিনি সবার ওপর সমানভাবে হতাশ হননি। সবার প্রতি তার সমান রাগ-ক্ষোভও নেই। যারা চট-জলদি ফিরে গেছেন। উইকেটে সেট হতে পারেননি। তাদের ওপর তার রাগ-ক্ষোভ তুলনামূলক কম। সেটা কোনো রাখ ঢাক না করে বলে দিলেন তিনি, ‘যারা শুরুতেই আউট হয়েছে, তাদের নিয়ে আমার হতাশা কম; কিন্তু যারা থিতু হয়েও বড় কিছু করতে পারেনি, তাদের নিয়ে আমার হতাশা বেশি। কারণ এ সিরিজে দুই দলের পার্থক্য ছিল এটাই।’একটা পরিসংখ্যানের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘একটা ছোট্ট পরিসংখ্যান দেখুন। সব পরিষ্কার হয়ে যাবে। ওদের (কিউইদের) তিনজন সেঞ্চুরি করেছে। আরেকজনেরও প্রায় সেঞ্চুরি হয়েছে। অথচ আমাদের একটি সেঞ্চুরিও নেই। হাতেগোনা তিন-চারটি হাফ সেঞ্চুরি আছে শুধু। আমাদের ছিল স্রেফ দুটি অর্ধশতক।’ওপেনিংয়ে ভালো সূচনা হওয়ার পরও বাজে খেলছে বাংলাদেশ। এ বিষয়ে তিনি বলেন, ‘শুরুটা ভালো করতে পেরেও বড় কিছু করতে না পারা সবসময়ই হতাশার। এটা নিয়ে আমাদের সবসময় আলোচনা হচ্ছে। আমার মতে, এটির পেছনে মূল ব্যাপার সিদ্ধান্ত গ্রহণে অপরিপক্বতা ও প্রতিপক্ষের মান। ওরা আমাদের ব্যাটসম্যানদের বিপক্ষে পরিকল্পনা ঠিকমত বাস্তবায়ন করতে পেরেছে এবং ফিল্ডিং দিয়ে চাপে রেখেছে। আমরা তাতে ভেঙে পড়েছি।’এআরবি/আইএইচএস/এমএস

Advertisement