নারী ও শিশু

দেশে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত

দেশে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত

কিডনি রোগ এখন মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে, বাংলাদেশে প্রায় ৫০ লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সিম্পোজিয়ামে স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ তথ্য জানান।তারা বলেন, কিডনি রোগে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কেবলমাত্র প্রাথমিক পর্যায়ে এই রোগ সনাক্ত এবং নিরাময়ে ব্যবস্থা নিলে লাখ লাখ শিশুর জীবন রক্ষা পেতে পারে।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নেপ্রোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম মুইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিম্পোজিয়ামে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ এমআর খান, কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দেশের ও বিদেশের চিকিৎসক এবং বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা যোগ দেন।অধ্যাপক গোলাম মুইন উদ্দিন বলেন, প্রায় ৫ থেকে ৭ ভাগ শিশুর কিডনি রোগের চিকিৎসা হচ্ছে। আমাদের রোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী কিডনি রোগ, হাইপারটেনশন, হার্ট সমস্যায় ভুগছেন এবং অল্প বয়সে প্রাণ হারাচ্ছে।সারা বিশ্বে প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের চিকিৎসা করা হয় না। অথচ প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ ধরা পড়লে এই রোগের মৃত্যুর সংখ্যা হ্রাস পেতে পারে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, শিশুদের কিডনি সমস্যার অন্যতম কারণ হচ্ছে জন্মগত সমস্যা এবং উত্তরাধিকার সূত্রে।কিডনি বিশেষজ্ঞ ডা. সোহেলি আহমেদ সুইটি বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় দুই কোটি লোক কিডনি রোগে আক্রান্ত। কিডনি রোগ একটি নিরব ঘাতক। ৫০ ভাগ কিডনি নষ্ট হবার পর রোগের আলামত বোঝা যায়। আমরা আমাদের কিডনি স্বাস্থ্য রক্ষায় সম্পর্কে সচেতন হলে আমরা এই রোগ প্রতিরোধ করতে পারি। এ জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, ব্ল্যাড প্রেসার, ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।আরএস/পিআর

Advertisement