জাতীয়

এখনও জ্বলছে দিলকুশার আগুন

রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিল দিলকুশার মিয়া আমান উল্লাহ ভবনে লাগা আগুন পাঁচঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি দমকল বাহিনী। এদিকে আগুনের কালো ধোঁয়ায় ছেয়ে আছে পুরো এলাকা।শনিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে ৬৩ দিলকুশার ওই ভবনের বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের অফিস থেকে আগুনের সূত্রপাত। পরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ রাত পৌঁনে ৮টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন নি ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি মতিঝিল থানা পুলিশ, র‌্যাব-৩, ওয়াসার কর্মীরা ছাড়াও ইউনূস টাওয়ারের নিজস্ব ফায়ার কর্মীরাও কাজ করছে।আগুন লাগার এই ভবনের বিপরীত পাশেই বঙ্গভবন এলাকা। ভবনটির পাশের ভবনে মার্কেন্টাইল ব্যাংকের হেড অফিস ছাড়া আরও বেশ কয়েকটি ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বাণিজ্যিক কার্যালয় রয়েছে। কিছু দূরে অবস্থিত জীবন বীমা টাওয়ার, হোটেল পূর্বানী, শিল্প ভবনসহ সমগ্র এলাকা কালো ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। ভবনটিতে বেসরকারি আল আরাফাহ ইসলামি ব্যাংক, প্রাইম ব্যাংকের আঞ্চলিক শাখা, ইসলামী বাংকের শাখা রয়েছে। ধোঁয়ার কারণে ওই এলাকার রাস্তায় কমে গেছে যানবাহনসহ পথচারির সংখ্যা।সরেজমিনে দেখা গেছে, ওই ভবন থেকে কালো ধোঁয়ার সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে পুরো এলাকা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেন্স অ্যান্ড মেনটেন্যান্স) এটিএম শাকিল নেওয়াজ খান রাত ৮টায় বলেন, আগুন এখনো পুরোপরি নিয়ন্ত্রণে আসে নি। ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণের কাজ বাধাগ্রস্থ হচ্ছে। আশপাশ এলাকায় বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন। সম্পূর্ণ বিপজ্জনক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।তিনি আরো বলেন, এখন পর্যন্ত চারজন ফায়ার কর্মী আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরো সময় লাগবে।বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক এনাবুর রহমান বলেন, কাগজপত্রসহ অফিসিয়াল বিভিন্ন তৈজসপত্র রয়েছে। তবে ঠিক কি কারণে আগুনের সূত্রপাত ঘটতে পারে জানাতে পারেন নি তিনি।# মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুনজেইউ/এএইচ/পিআর/ এমএএস

Advertisement