জাতীয়

তৈরি পোশাক শিল্পে ২৩’শ যক্ষারোগী সনাক্ত

তৈরি পোশাক শিল্পখাতে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ২ হাজার ৩১৭ জন যক্ষা রোগী হিসেবে সনাক্ত হয়েছেন। শনিবার তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এ তথ্য জানিয়েছে।সংগঠনটি জানায়, যক্ষারোগ নিয়ন্ত্রণকল্পে বিজিএমইএ ২০০৯ সাল থেকে সরকার এবং ২০১০ সাল থেকে ব্র্যাকের সাথে যৌথভাবে কার্যক্রম চালিয়ে আসছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বিজিএমইএ ১১টি স্বাস্থ্য কেন্দ্রে যক্ষা রোগ নির্নয়ের জন্য ল্যাবরেটরী চালু করেছে এবং ফেব্রুয়ারি ২০১৫ পর্যন্ত ২ হাজার ৩১৭ জন রোগী সনাক্ত করে চিকিৎসার আওতায় এনেছে। এদের মধ্যে ১ হাজার ১৯০ জন যক্ষারোগ মুক্ত হয়েছে এবং বাকি ১ হাজার ১২৭ জন এখনো চিকিৎসাধীন রয়েছে।বিজিএমইএ’র যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় পোশাক কারখানাগুলোতে যক্ষা রোগ ও প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বিজিএমইএ কারখানাগুলোকে নিয়ে নিয়মিতভাবে এলাকাভিত্তিক কর্মশালার আয়োজন করে আসছে।এরই ধারাবাহিকতায় বিজিএমইএ শনিবার রাজধানীর রামপুরা, মালিবাগ ও সংলগ্ন এলাকার পোশাক কারখানাগুলোর জিএম ও পিএমদেরকে নিয়ে স্থানীয় এক রেষ্টুরেন্টে কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন পোশাক কারখানার ৭৫ জন জিএম ও পিএম অংশগ্রহণ করেন।কর্মশালায় বিজিএমইএ’র যক্ষা নিয়ন্ত্রণ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি’র সভাপতি মাসুদ কাদের মনার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র বিভিন্ন কমিটি’র চেয়ারম্যান ও সাধারণ সদস্যরা।এসআই/আরএস/আরআই

Advertisement