উচ্চশিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নবীন শিক্ষার্থীদের সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশে পড়াশোনায় মনোযোগী হতে হবে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।রোববার সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর ও ডিন পরিষদের আহ্বায়ক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামীকাল আবাসিক হলগুলোতে নবীন শিক্ষার্থীদের পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ জানুয়ারি মঙ্গলবার প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম ও ক্লাস শুরু হবে।আতাইল করিম খোকন/এফএ/জেআইএম
Advertisement