ধর্ম

শায়খুল হাদিস আল্লামা আবদুল হক আজমি’র ইন্তেকাল

অসংখ্য মুহাদ্দিসের ওস্তাদ উপমহাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস আল্লামা আবদুল হক আজমি (৮২) গত শুক্রবার রাত সোয়া ৭টায় ভারতের উত্তর প্রদেশের ডিকে জৈন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।আল্লামা আবদুল হক আজমি ১৯৩৬ সালে উত্তর প্রদেশের আজমগড়ে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবন শেষে তিনি ৩৫ বছরব্যাপী দারুল উলুম দেওবন্দে ইলমে হাদিসের খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি পড়াতেন। তাঁর হাতে তৈরি হয়েছে অসংখ্য মুহাদ্দিস। যারা বিশ্বব্যাপী ইলমে হাদিসের খেদমতে নিয়োজিত।গতকাল শনিবার বিকাল ৩টা ৫৫ মিনিটে দারুল উলুম দেওবন্দের ঐতিহাসিক নওদারা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। অতপর বিকালেই দেওবন্দের ঐতিহাসিক কাসেমি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ৩ মেয়ে রেখে যান।ইলমে হাদিসের খেদমতকারী এ বিশ্ব বিখ্যাত শায়খুল হাদিসের মৃত্যুতে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা তাঁর ছাত্রদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আল্লাহ তাআলা হাদিসের এ খাদেমকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমিন।এমএমএস/জেআইএম

Advertisement