সরকার গ্রামীণ ব্যাংককে পুনরুজ্জীবিত করে ব্যাংকিং সিস্টেমের মূলধারায় ফিরিয়ে আনতে চায়। এ লক্ষ্যে গ্রামীণ ব্যাংকের নামে চলা মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি হয় সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ব্যাংক ও আর্থিক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, আমি যখন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নেই তখন গ্রামীণ ব্যাংকের খেলাপি ঋণ ছিল ৪০ শতাংশ। এখন এ হার ৯ শতাংশে নেমে এসেছে, যা সহনীয়।গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য শতভাগ সফল বলে মন্তব্য করেন তিনি।মুহিত বলেন, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার দুটি উদ্দেশ্য ছিল। একটি হলো ক্ষুদ্র জনগোষ্ঠীকে ঋণ দেয়া এবং তাদের ঋণ ফেরত দেয়ার অভ্যাস গড়ে তোলা। এখন এটি শতভাগ সফল।আবুল মাল আবদুল মুহিত বলেন, মানুষ এখন ঋণ নেয় এবং তা ফেরতও দেয়। তাই গ্রামীণ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে আমি নতুন করে ভূমিকা সৃষ্টি করতে চাই।এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান উপস্থিত ছিলেন।মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে নতুন বছর উদযাপন উপলক্ষে দুটি কেক কাটেন অর্থমন্ত্রী।এমইউএইচ/বিএ/জেআইএম
Advertisement