নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন থাইল্যান্ডের নতুন রাজা মাহা ভাজিরালংকর্ন। নতুন বছরে সবাইকে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি। রাজা ভুমিবল আদুলিয়াদেজের মৃত্যুর পর তার ছেলে মাহা নতুন রাজা হিসেবে ক্ষমতা গ্রহণ করেন। খবর রয়টার্সের। ডিসেম্বরের ১ তারিখে ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশে এ নিয়ে দু’বার ভাষণ দিলেন মাহা। তার বাবা প্রয়াত রাজা ভুমিবল তার দেশে বেশ জনপ্রিয় ছিলেন। রাজার মৃত্যুতে দেশটিতে এক বছরের শোক ঘোষণা করা হয়। নতুন রাজা মাহা বহু বছর বিদেশে কাটিয়েছেন। শনিবার রাতে এক ভাষণে রাজা বলেন, ‘আমরা নিজেদের দেশে কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি সেটা বড় বিষয় নয়। আমরা বিশ্বাস করি যদি আমরা একত্রে কাজ করি তবে যে কোনো পরিস্থিতি আমরা সহজেই অতিক্রম করতে পারবো।’ বাবার প্রতি আনুগত্য দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রয়াত রাজার সম্মানে এ বছর বর্ষবরণে আতশবাজি ফাটানো থেকে বিরত ছিল থাইল্যান্ড। টিটিএন/আরআইপি
Advertisement