দেশজুড়ে

এমপি লিটন হত্যা : ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনায় রংপুর পুলিশ রেঞ্জের বিভাগীয় কমিশনার (ডিইআইজি)  খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার রাত ১০টার দিকে তিনি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়ীতে আসেন। এসময় তিনি গুলিবিদ্ধ হওয়া ঘর (বেড রুম) এবং সেখানে পড়ে থাকা গুলির খোসা, পানের বাটা ও মোবাইল ফোনসহ আলামত দেখেন এবং বাড়ীতে থাকা লোকজন ও স্থনীয়দের কাছে ঘটনার বর্ণনা শোনেন।ডিইআইজির সঙ্গে অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আশরাফুল আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবদুল্লাহ আল ফারুক, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিয়ার রহমান ও সুন্দরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলমসহ পুলিশ ও স্থানীয় প্রশাসন এসময় উপস্থিত ছিলেন। এদিকে, এমপি লিটনকে হত্যার পর তার নিজ বাড়ীতে চলছে স্বজনদের আহাজারি। এছাড়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উত্তেজিত জনতা। অপরদিকে, বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে ও আগুন দিয়ে বিক্ষোভ করেন উত্তেজিত জনতা। ঘটনার পর থেকে পুরো সুন্দরগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর বামনডাঙ্গা এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।  জিল্লুর রহমান পলাশ/এএইচ/এমআরএম  

Advertisement