অর্থনীতি

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াবে বাংলাদেশ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ অর্থনৈতিক উন্নয়ন জোরদারের অবকাঠামো, অভিবাসন, শুল্ক সুবিধা, স্থল বন্দর স্থাপনে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।শনিবার নয়াদিল্লীর অশোক হোটেলে অনুষ্ঠিত দশম উত্তর-পূর্ব ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে মন্ত্রী এ আগ্রহ প্রকাশ করেন। দু’দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন সম্পর্কিত মন্ত্রণালয়ের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স।শিল্পমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪০৯৬ কিলোমিটার স্থলসীমা রয়েছে এবং প্রাকৃতিকভাবেই বাংলাদেশ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার। তাছাড়া ব্যবসায়িক দিক থেকে এর ভৌগলিক গুরুত্ব অনেক বেশি। এ সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ গোটা ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে চায়।মন্ত্রী সার্ক, আসিয়ান ও বিমসটেকভুক্ত দেশগুলোতে ব্যবসা-বাণিজ্যের প্রসারের টেকসই প্রযুক্তি, সবুজ জ্বালানি, পরিবহন, পর্যটন, মৎস্য সম্পদখাতের উন্নয়নে যৌথ কর্মসূচি গ্রহণের তাগিদ দেন।উল্লেখ্য, ভারতের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়া অঞ্চলের দেশগুলোতে আর্থ-সামাজিক উন্নয়নের অংশীদারিত্ব জোরদারে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এর ফলে আগামী দিনে আসিয়ান এবং বিমসটেকভূক্ত দেশগুলোর সঙ্গে ভারতের বাণিজ্য বহুগুণ বাড়বে। এ বিবেচনায় আসিয়ান এবং বিমসটেকভূক্ত দেশগুলোর সঙ্গে অংশীদারিত্বের  ভিত্তিতে শিল্প ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে এ সম্মেলন অনুুষ্ঠিত হচ্ছে।সম্মেলনে বাংলাদেশ, কম্বোডিয়া, জাপান, নেপাল, ভুটান ও সিঙ্গাপুরের মন্ত্রী, ভারতের সিকিম, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয় অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, কুটনীতিক, কর্পোরেট প্রতিনিধি, ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, আর্থিক ও ব্যাংকিং খাতের প্রতিনিধিসহ প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন।ভারতীয় চেম্বার অব কমার্সের (আইসিসি) নর্থ-ইস্ট ইনিসিয়েটিভ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান এমকে সাহারিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিসির প্রেসিডেন্ট রূপেন রায়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন সম্পর্কিত মন্ত্রণালয়ের সচিব আর বিজয় কুমার।এসআই/বিএ/পিআর

Advertisement