শিক্ষা

জাবিতে আবারও ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এ বছর ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ইউনিটভিত্তিক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী জানান, এ বছর ইউনিটভিত্তিক ভর্তি পরীক্ষা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে কলা ও মানবিকী অনুষদের ভর্তি পরীক্ষায় ৯টি সেকশন থাকবে, যেখানে একজন শিক্ষার্থী সর্বোচ্চ চারটিতে অংশগ্রহন করতে পারবে।প্রসঙ্গত, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষে শুধুমাত্র কলা ও মানবিকী অনুষদে বিভাগভিত্তক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়টিতে মোট ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের এই ভর্তি পরীক্ষা আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন চলবে।

Advertisement