তথ্যপ্রযুক্তি

বাজারে স্মার্টফোন উপযোগী উইন্ডোজ ১০

স্মার্টফোনের উইন্ডোজ ১০ কেমন হবে, তা নিয়ে জল্পনা-কল্পনা কম হয়নি! ফেব্রুয়ারির শুরুর দিকে অনলাইন পত্রিকা `দ্য ভার্জ` এই ওএসের কিছু ফিচারের ছবি ফাঁস করে। এতে টেলিকম বিশ্বের আগ্রহ আরো বেড়ে যায়। শেষমেশ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে এর `টেকনিক্যাল প্রিভিউ` সংস্করণ উন্মুক্ত হয়। আগের সংস্করণ অর্থাৎ ৮.১এর তুলনায় নতুন সংস্করণে বড় ধরনের পরিবর্তন এসেছে। ৮.১ চালিত স্মার্টফোন থেকে সহজেই নতুন ওএসে হালনাগাদ করা যাবে।আদলে ব্যতিক্রমউইন্ডোজ ফোনের আগের সংস্করণের (৮.১) আদল ঠিক রেখেই নতুন সংস্করণের প্রচ্ছদ পর্দা ও মেনু সাজানো হয়েছে। বিভিন্ন অ্যাপ ও অপশনের আইকনগুলো টাইলসের মতো দেখাবে। ব্যতিক্রম হচ্ছে- নতুন কোনো অ্যাপ ইনস্টল করার পর তা ওপরের দিকে দেখাবে। প্রচ্ছদ বাঁয়ে সরালেই দেখা যাবে মেনু। এ তালিকার নতুন অ্যাপ ওপরের দিকে দেখাবে। টাইলসের মেনুগুলো চাইলে এদিক-সেদিক করা যাবে।কি-বোর্ড ও মেসেজিংস্মার্টফোন ব্যবহারকারীদের কেউ কেউ কল করার তুলনায় মেসেজের মাধ্যমে যোগাযোগে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মোবাইল থেকে মোবাইলে এসএমের পাশাপাশি তাৎক্ষণিক বার্তা বিনিময়ের অ্যাপ ব্যবহারে এরা অভ্যস্ত। তাই উইন্ডোজের নতুন সংস্করণে মেসেজিং ফিচারকে গুরুত্ব দেওয়া হয়েছে। কি-বোর্ডেও কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে ছোট্ট কার্সর কন্ট্রোলার। কার্সরটি সহজে জায়গামতো নিতে কাজে আসবে টুলটি। স্কাইপের অ্যাপ না খুলে শুধু মেসেজ উইন্ডোর সুইচ বদলালেই স্কাইপে চালু হবে।অ্যাকশন সেন্টারঅ্যানড্রয়েড ও আইওএসের অ্যাকশন সেন্টারে বেশ কিছু অপশন থাকলেও উইন্ডোজ ফোনে এত দিন সুবিধাটি অনুপস্থিত ছিল। উইন্ডোজ ১০-এ সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে। এবার উইন্ডোজে দরকারি অপশন থাকছে আঙুলের নাগালেই। পর্দার ওপর থেকে আঙুল চেপে নামালেই বেরোবে অ্যাকশন সেন্টার। অপশনগুলো ওখানেই থাকবে। ওয়াই-ফাই, ব্লুটুথ, ক্যামেরা, ডিসপ্লের পাশাপাশি অ্যাকশন সেন্টারে থাকছে ইন্টারনেট শেয়ারিং, লোকেশন, অ্যারোপ্লেন মোড, ডিভাইস ডিসকভার, রোটেশন লক, ভিপিএনও।ছবির নতুন অ্যাপছবির অ্যাপে নতুনত্ব চোখে পড়বে। ছবির সংগ্রহ, অ্যালবাম, ফোল্ডার ব্যবস্থাপনার জন্য আছে নেভিগেশন। একই ছবির একাধিক কপি সহজেই বের করবে নতুন ফটো অ্যাপটি। অনলাইন স্টোরেজ ওয়ান ড্রাইভে রাখা ছবি অ্যাপ থেকে সরাসরি দেখার সুযোগও থাকছে। ছবি দেখার ফিচারে পরিবর্তনের পাশাপাশি ছবির ফাইলের তথ্যও দেখাবে।আসছে নতুন ব্রাউজারকম্পিউটার সংস্করণে বাজার হারালেও স্মার্টফোনে এখনো জনপ্রিয়তা ধরে রেখেছে ইন্টারনেট ব্রাউজার `এঙ্প্লোরার`। ব্রাউজারটি এবার আরো উন্নত করা হয়েছে। থাকছে ডাটাসাশ্রয়ী ফিচার। তবে টেকনিক্যাল প্রিভিউতে এখন পর্যন্ত ইন্টারনেট এঙ্প্লোরারের নতুন সংস্করণ হালনাগাদ হয়নি। টেলিকম সাইটগুলোতে বলা হচ্ছে, প্রিভিউ সংস্করণে মাইক্রোসফটের নতুন ব্রাউজার স্পারটন না থাকলেও হালনাগাদ সুবিধার মাধ্যমে শিগগিরই এটি যুক্ত হতে পারে।সেটিংসেও নতুন কিছুআইকন থাকলে সেটিংস তালিকায় এক পলকেই দরকারি অপশনে চোখ পড়ে। কিন্তু উইন্ডোজ ফোনের আগের সংস্করণে (৮.১) সেটিংসের কোনো আইকন ছিল না। ভালো খবর হচ্ছে, নতুন সংস্করণে সেটিংস আইকন থাকছে।টেকনিক্যাল প্রিভিউটেকনিক্যাল প্রিভিউ বা প্রিভিউ বিল্ড সংস্করণকে `প্রি-রিলিজ সংস্করণ`ও বলা যায়। অপারেটিং সিস্টেম নির্মাতারা প্রি-রিলিজ সংস্করণ ছেড়ে এর কার্যকারিতা পরখ করে দেখেন। এ ধাপে ব্যবহারকারীর অভ্যস্ততার বিষয়টি গুরুত্ব পায়। এর ভিত্তিতে পরবর্তী সংস্করণে মানোন্নয়ন করা হয়। এর পরই চূড়ান্ত সংস্করণ বা কনজিউমার প্রিভিউ আনা হয়। চূড়ান্ত সংস্করণে কারিগরি মানোন্নয়ন হলেও সুবিধার (ফিচার) দিক থেকে প্রাক-সংস্করণের চেয়ে খুব বেশি হেরফের হয় না। মোবাইলের জন্য উইন্ডোজ ১০-এর টেকনিক্যাল প্রিভিউ দেখা যাবে ইউটিউবে www.youtube.com/watch?v=pn-MkP59rHA  -এ।টেকনিক্যাল প্রিভিউ পেতেআপাতত নিবন্ধিতদেরই উইন্ডোজ ১০ `টেকনিক্যাল প্রিভিউ` দেওয়া হচ্ছে। উইন্ডোজ ইনসাইডারে গিয়ে নিবন্ধন করা যাবে। এ ক্ষেত্রে https://insider.windows.com সাইটে গিয়ে দরকারি তথ্য দিলে একটি ই-মেইল আসবে। সেখানে নির্দেশনাসহ উইন্ডোজ ইনসাইডার অ্যাপ ইনস্টলের লিংক থাকবে। অ্যাপ ইনস্টল শেষে চালু করলেই প্রিভিউ সংস্করণে হালনাগাদের উপায় (অপশন) পাওয়া যাবে। চূড়ান্ত সংস্করণ বাজারে এলে সেটিংসের `ফোন আপডেট`-এ গিয়ে হালনাগাদ করা যাবে।যেসব সেটে চলবেউইন্ডোজ ফোন ৮.১ সংস্করণচালিত স্মার্টফোনগুলোতে নতুন সংস্করণ ইনস্টল করা যাবে। স্মার্টফোনের র‌্যাম এক গিগাবাইট হলেই নতুন সংস্করণ পুরোদমে চলবে। নকিয়ার ব্যানারে আসা লুমিয়া সিরিজের ৬৩০, ৬৩৫, ৬৩৬, ৬৩৮, ৭৩০ ও ৮৩০ স্মার্টফোনেও ইনস্টল করা যাবে। মাইক্রোসফটের সাম্প্রতিক স্মার্টফোনগুলোতেও নতুন সংস্করণ হালনাগাদ করা যাবে।এআরএস/আরআইপি

Advertisement