লাইফস্টাইল

রঙ এর বৈশাখী গহনা

বাঙালির চিরন্তন সার্বজনীন পার্বণ বাংলা নববর্ষ। বাঙালি ও বাংলা নববর্ষ একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। এই সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে নববর্ষের আবাহনে সকলে আনন্দে উদ্বেলিত হয় । উৎসব, লোকাচার, কারুশিল্প, সংস্কৃতি, মঙ্গল শোভাযাত্রা, নববর্ষের নতুন পোশাক এবং ভোরের আলোয় নববর্ষের সূর্যোদয় সবই উদযাপনের আকাঙ্ক্ষায় উন্মুখ থাকে দেশের প্রতিটি মানুষ। এই সময়কে কেন্দ্র করে বাংলাদেশের ফ্যাশন ভুবন আন্দোলিত হয় নতুন আনন্দে, পোশাকের আয়োজনে আসে নতুন নতুন সংযোজন। আর এই ধারার ধারক-বাহক যে কয়টি ফ্যাশন হাউজ, তার মধ্যে ‘রঙ’ শীর্ষস্থানীয়। রঙ-এর ফ্যাশন ভাবনার মূলস্রোতকে বেগবান করেছে আবহমান বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মূল্যবোধ। তাই বৈশাখ এলেই বাংলা নববর্ষকে বরণ করতে ‘রঙ’ নতুন নতুন পসরা নিয়ে নিজস্ব পরিচয়ে ও সৃজনশীল ভাবনায় আপ্লুত হয় সবার মাঝে আপন সৌরভে। আধুনিক সৌন্দর্য্যচেতনাকে সামনে রেখে শুধুমাত্র পোশাক এর মধে ̈ই ফ্যাশনের সীমাবদ্ধতা নয়। এমনকি নারীদের সাজসজ্জার অবিচ্ছেদ্য অংশ গয়না বা অলংকারেও হওয়া চাই ফ্যাশনেবল ও আরামদায়ক। আর এই গয়না নিয়ে রঙ পরীক্ষা-নিরীক্ষা করছে সবসময়।বাংলাদেশের দেশজ উৎসব, পার্বণ, ইতিহাস, ঐতিয্যের প্রতি শ্রদ্ধা রেখে ফ্যাশন হাউজ ‘রঙে’ প্রতিবছরের মত এবারও বৈশাখী উৎসবের জন্য পোশাকের পাশাপাশি দেশীয় উপাদানে তৈরি হাতে অঙ্কণ করা এবং আদি বাংলা বর্ষপঞ্জির মোটিফ দিয়ে তৈরী অলংকার পাওয়া যাবে। সুলভ মূল্যে এসব অলংকার পাওয়া যাবে ‘রঙ’ এর যেকোনো শোরুমে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত নববর্ষের এই আয়োজন ‘বৈশাখের রঙ’ শীর্ষক প্রদর্শনী চলবে ‘রঙ’ এর সব শোরুমে।  এইচএন/এমএস

Advertisement