খেলাধুলা

এখনো সব শেষ হয়ে যায়নি : মাশরাফি

নিউজিল্যান্ড সফরে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। তবে এখানেই শেষ সব শেষ দেখছেন না মাশরাফি। ওয়ানডে সিরিজ থাকে পাওয়া অভিজ্ঞতা টি-টোয়েন্টি সিরিজে ব্যাটসম্যানরা কাজে লাগাতে পারলে ফলাফল ভালোই হবে বলে মনে করেন টাইগার এই অধিনায়ক। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, `প্রথম ম্যাচে আমরা হয়তো ভালো বল করতে পারিনি। তবে নেলসনের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আমাদের ভালো কিছু সুযোগ তৈরি করেছিলাম। তবে তা আমরা কাজে লাগাতে পারিনি।`  দীর্ঘদিন পর কিউই সফরে এসে আবহাওয়ার সঙ্গে নিজেদের ঠিক মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। তবে শেষ দুই ওয়ানডেতে উন্নতি করেছে বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবে।  আর এ সিরিজে ভালো করার আশা জানিয়ে মাশরাফি বলেন, পাঁচ বছর পর আমরা এখানে খেলতে এসেছি। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা অনেক কঠিন। কিন্তু, এটা ঠিক আমরা প্রতি ম্যাচেই উন্নতি করেছি। এখনো এই সফরের অনেকটা বাকি রয়েছে। আশা করি আমরা শক্ত ভাবেই ফিরে আসবো।’উল্লেখ্য, নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ৩ জানুয়ারি। বাংলাদেশ সময় দুপুর বারোটায়। ৬ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। সকাল আটটায়। দুইদিন পর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল আটটায়।এমআর/জেআইএম

Advertisement